চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল পড়ে সরকারি কর্মকর্তার মৃত্যু
৪ অক্টোবর ২০২২ ১৩:২৮ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৩:৩০
বরিশাল: চলন্ত মোটরসাইকেলে রেইনট্রি গাছের ডাল পড়ে ঝালকাঠির রাজাপুর ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকন নিহত হয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরের বাড়ি রাজাপুর উপজেলার বড়ইয়া এলাকায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন মনির। পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়ায় একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এতে দুইজনই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর অবস্থাও গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে রাজাপুর ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/ইআ