Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১২:০৬

যশোর: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টের নো-ম্যাসল্যান্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও ১৭৯ বিএসএফের পেট্রাপোল ক্যাম্প কমান্ডার ডি সানিয়েল নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং পেট্রাপোল বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।

এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’দেশের বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয় বলেও উল্লেখ করেন কমান্ডার সুবেদার নজরুল ইসলাম।

সারাবাংলা/এনএস

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর