বাড্ডায় খুঁটি লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ২ শ্রমিক নিহত
৩ অক্টোবর ২০২২ ২৩:৩৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৩:৩০
ঢাকা: রাজধানীর বাড্ডার ১০০ ফিট এলাকায় বিদ্যুতের খুঁটি লাগানোর সময় বিদ্যুৎপৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। এ ছাড়া আহত হয়েছেন- শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহত তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
নিহত জুয়েল পটুয়াখালীর বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। এছাড়া নিহত শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তারা যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় থাকতেন।
শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, ‘তারা দু’জন লেবারের কাজ করতো। বাড্ডা ১০০ফিট এলাকায় সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিল তারা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোতার সময় তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বাড্ডা ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দু’জন মারা যায়। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম