Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ২৩:১১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে থেমে থাকা পাটবোঝাই একটি ট্রাকে দ্রুত গতির আরেকটি ট্রাকের ধাক্কায় আওয়াল সরদার (২৮) নামে এক নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এদিন ভোর ৪টার দিকে একটি খালি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরেরের দিকে যাচ্ছিলেন চালক আওয়াল। এ সময় গোকুলখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে পৌঁছার পর চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে সেটি থেমে থাকা আরেকটি পাটবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের মরদেহ ট্রাকের ভেতরেই ছিল। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ট্রাকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাক চালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

চালক ট্রাক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর