Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ১৯:০৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ৯ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডে এই এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। বাবার নাম জব্বার আলী। বর্তমানে উত্তরা এলাকাতেই থাকতেন তিনি।

মৃত মোহাম্মদ আলীর সহকর্মী মো. আলাল হোসেন জানান, তারা নির্মাণাধীন তিনতলা ভবনটিতে দিনমজুরের কাজ করেন। ভবনের নিচে থেকে ইট মাথায় করে সিঁড়ি বেয়ে তিন তলায় তুলছিলেন মোহাম্মদ আলী। হঠাৎ তিনি তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর