Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগ‌ঞ্জে মিশর হত্যায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ১৮:৪৯

নারায়ণগ‌ঞ্জ: বন্দর উপজেলার মিজান সিকদার মিশর (২৯) হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিঠু বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার। রায় ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দর কাইট্রাখালি এলাকার মৃত. শফিউদ্দিন সিকদারের ছেলে মিশরকে ২০১৯ সালের ২২ জুলাই পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহতের ভাই সানী জানান, তার ভাই মিশর গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতেন। তার বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার রাতে তিনি মশার কয়েল কিনতে দোকানে গেলে নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুসহ তার লোকজন মিশরকে ছুরিকাঘাতে হত্যা করে।

সারাবাংলা/ইআ

ফাঁসির আদেশ যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর