Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যুবককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ১৮:২২ | আপডেট: ৩ অক্টোবর ২০২২ ১৮:৩৩

কুষ্টিয়া: জেলা শহরের আড়ুয়াপাড়ায় সাব্বির আহমেদ (৩৭) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনের বিরুদ্ধে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির আড়ুয়াপাড়ার মৃত রমজান আলির ছেলে।

নিহততের চাচাতো ভাই তামিম জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে সাব্বিরকে ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যান তার দ্বিতীয় স্ত্রী রোজিনা। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তারা সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাব্বির মারা যান।

একমাস আগে সাব্বিরের সঙ্গে রোজিনার বিয়ে হয়েছিল বলেও জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর