সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ১৭:৫১ | আপডেট: ৩ অক্টোবর ২০২২ ১৭:৫২
৩ অক্টোবর ২০২২ ১৭:৫১ | আপডেট: ৩ অক্টোবর ২০২২ ১৭:৫২
ঢাকা: দেশের বাজারে লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল ১৭৮ টাকা দরে বিক্রি হবে। বর্তমানে সয়াবিন তেলের লিটার ১৯২ টাকা। মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।
সোমবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সয়াবিন তেলের দাম কমলেও পাম ওয়েলের দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা। আর ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৮৮০ টাকায়।
সারাবাংলা/ইএইচটি/ইআ