Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ২০:৩০

রংপুর: জেলার পীরগাছায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী রেজাউল করিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, রোববার (২ অক্টোবর) ভোর ৫ টায় উপজেলার কৈকুরি বালা পাড়া এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

রেজাউল করিম পীরগাছা উপজেলার কৈকুরি বালাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

এজাহারের বরাত দিয়ে ওসি জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূকে গুরুত্বপূর্ণ কথা আছে জানিয়ে বাড়ির পাশে ডাকে প্রতিবেশী রেজাউল। পরে গৃহবধুকে জোর করে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী গতকাল রাতে মামলা দায়ের করলে রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।

ওসি বলেন, ‘রেজাউলকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/একে

গৃহবধূকে ধর্ষণ প্রতিবেশী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর