Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত বিএনপি-কল্যাণ পার্টি

স্পেশাল করেপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ২০:০৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২২ ০০:৩০

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ‘যুগপৎ’ আন্দোলনের ব্যাপারে কল্যাণ পার্টি ও বিএনপি একমত হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আমরা যে কয়েকটি প্রধান বিষয় নিয়ে আন্দোলন শুরু করব অর্থাৎ যে দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু করব- সেই দাবিগুলোর বিষয়ে আমরা একমত হয়েছি।’

মির্জা ফখরুল বলেন ’আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছি, আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে একমত হয়েছি, সংসদ বিলুপ্ত করার ব্যাপারে একমত হয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা একমত হয়েছি। একই সঙ্গে আমরা গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও একমত হয়েছি।’

দ্বিতীয় দফা সংলাপের কারণ ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রথম দফা সংলাপে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে, একটা যুগপৎ আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলব। দ্বিতীয় দফা সংলাপে আমরা কোন কোন দাবিতে বা কোন কোন ইস্যুতে আন্দোলনটা করব, সেই বিষয়ে আলোচনা করে ঐক্যমতে এসেছি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমাদের সকল সদস্য এই আলোচনা অংশ নিয়েছেন এবং আমরা জানতে চেয়েছি যে, যুগপৎ আন্দোলন কবে? অবশেষে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার ব্যাপারে।’

বিজ্ঞাপন

‘একটা বাংলা শব্দ বলতে পারি, চমক আছে। আপনারা মেহেরবানী করে তার জন্যে প্রস্তুত থাকতে পারেন। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি মনে করি যে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটা আরেকটি মুক্তিযুদ্ধ। সেখানে মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ আমরা সবাই মিলে এই যুদ্ধে লড়ব এবং জয়ী হবো। এখানে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নাই’- বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সংলাপে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে দলটির নয় জন প্রতিনিধি ছিলেন। এরা হলেন- মহাসচিব আবদুল আউয়াল মামুন, কেন্দ্রীয় নেতা নুরুল কবির পিন্টু, আব্দুল্লাহ আল হাসান সাকিব, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, মাহবুবুর রহমান শামীম, জামাল হোসেন, আবু হানিফ ও আবু ইউসুফ।

বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সারাবাংলা/এজেড/পিটিএম

আন্দোলন কল্যাণ পার্টি বিএনপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর