Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ১৯:৩৮ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৯:৪০

রংপুর: মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।

রোববার (২ অক্টোবর) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠের পাশে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

সময় জেলা প্রশাসক আসিব আহসানসহ চেম্বারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ মেলায় শিশুদের খেলনা, বিভিন্ন রকমের খাবার, রকমারি কাপড়ের দোকানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ১২০টি স্টল বসেছে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থাও করা হয়েছে। মেলার প্রবেশ মূল্য ২০টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের প্রচার, নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকান্ড বেগবান করতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্টোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন।

সারাবাংলা/ইআ

বাণিজ্য মেলা শিল্প মেলা

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর