Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ অক্টোবর পর্যন্ত জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২২ ১৭:৫০ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ২১:১২

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগাম জামিন দিয়েছেন সেদেশের উচ্চ আদালত। পাকিস্তানের একজন নারী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির দুই দিন পর ইমরান খানের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই মামলায় আদালতের শুনানিতে উপস্থিতি না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর গ্রেফতারি পরওয়ানা জারি হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৭ অক্টোবর পর্যন্ত সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

গ্রেফতারি পরওয়ানার খবরে শনিবার তেহরিক-ই-ইনসাফের শত শত নেতাকর্মী ইসলামাবাদে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া পাকিস্তানের বিভিন্ন শহরেও পিটিআই-এর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার ইমরান খান তার দলের নেতাকর্মীদের জানান, তিনি যেকোনো সময় গ্রেফতার হতে পারেন।

অন্যদিকে, ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে তার বাড়িতে ৩০০ পুলিশ পাঠিয়েছে বলেও খবর রটে। যদিও শনিবারই ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, পিটিআই চেয়ারম্যানের বাড়িতে পুলিশ পাঠানোর খবরটি সত্য নয়।

রোববার ইমরান খানের আগাম জামিন চেয়ে তার পক্ষে বাবর আওয়ান আদালতে আবেদন করেন। ১০ হাজার রুপি জামানতে বিচারক মোশিন আখতার ইমরান খানের সুরক্ষামূলক জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম চলাকালীন ইমরান খানকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন।

গত ২০ আগস্ট ইসলামাবাদে একটি সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে ইমরান খানের বিরুদ্ধে। ওই ঘটনায় আদালত অবমাননার মামলা হয়। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন। তবে শনিবার ১ অক্টোবর তা প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইমরান খান পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর