সীমান্তে আলোচনায় বসতে যাচ্ছেন কিম ও মুন জে-ইন
২৬ এপ্রিল ২০১৮ ১৮:০১ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৮:০৩
।। সারাবাংলা ডেস্ক ।।
১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধের পর প্রথমবারের মতো কোনো কোরিয়ান নেতা হিসেব দক্ষিণ কোরিয়া সীমান্তে ঢুকতে যাচ্ছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং উন।
শুক্রবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় দেশটির সীমান্তবর্তী এলাকায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বসবেন কিম জং উন।
ঐতিহাসিক ওই বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার ব্যবহার থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের হুমকি-পাল্টা হুমকি এবং উত্তেজনার পর কোরিয়ান উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি আনবে এই বৈঠক।
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমানার মধ্যবর্তী অঞ্চলের মিলিটারি সীমারেখো পার হবেন কিম। তবে এ সময় তিনি বেসামরিক সীমান্তে অবস্থান করবেন।
উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরণের পারমাণবিক চুক্তি এই মূহুর্তে জটিল বিষয় বলে সতর্ক করেছে সিউল। কারণ হিসেবে তারা মনে করছে, উত্তর কোরিয়ার মিসাইল ও পারমাণবিক বোমার প্রযুক্তি এতটাই সনাতন যে তা দক্ষিণের প্রযুক্তির থেকে প্রায় এক দশক পিছিয়ে রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইম জং সেউক বলেছেন, ‘বৈঠকের সব থেকে জটিল বিষয়টি হচ্ছে পারমাণবিক বোমার ব্যবহার থেকে বের হয়ে আসার বিষয়ে দুই প্রেসিডেন্টের ঐক্যমত। যদিও দুজনেই এই বিষয়ে কাজ করার জন্য আগ্রহী।
সারাবাংলা/এমআইএস/এমআই