Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুষ্ঠিত হলো ঢাকা কলেজ এইচএসসি- ৯৫ সোসাইটির মিলন মেলা

সারাবাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২২ ১৬:৫০

ঢাকা: রাজধানীর রাওয়া কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা কলেজ এইএসসি – ৯৫ সোসাইটির নব নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও পারিবারিক মিলন মেলা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাওয়া কমপ্লেক্সের স্কাইলাইন রেস্ট্রুরেন্ট ও পার্টি সেন্টারে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে মিলন মেলার আয়োজন করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সমাবেত জাতীয় সঙ্গীতে অংশ নেন সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

পরে বিদায়ী ও নব-নির্বাচিত নির্বাহী কমিটির সদেস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম হিটু।

এরপর বক্তব্য দেন দ্বিতীয়বারের নব নির্বাচিত সভাপতি ও যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক একেএম বদরুল আলম লিটন। ভবিষ্যতে বন্ধু সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা চান তিনি।

সারাবাংলা/ইআ

ঢাকা কলেজের শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর