‘সংখ্যালঘুরা নিরাপদ নয়— ভারতকে বার্তা দিতে চায় অশুভ চক্র’
২ অক্টোবর ২০২২ ১৫:০০ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৯:১৯
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দেশে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানাতে চায়, কাজটা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়- তারা এই ম্যাসেজ দিতে চায়।’ তাই সকলকে এদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজধানীর রামকৃঞ্চ মিশনে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সামনে একথা বলেন আওয়ামী লীগের এ নেতা। পরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিগত সময়ে দুর্গাপূজাসহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচার হয় না— সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আজকে এইসব ঘটনাগুলো পূজা কমিটি আমাদের বলেছে বিচার হয় না। কেন বিচার হবে না? বাংলাদেশে অনেক অপরাধীর বিচার শেখ হাসিনা করেছেন, এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছে। কাজেই হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলাকারী যে পরিচয়েই হোক, এই দুর্বত্তদের ক্ষমা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থেই তাদের বিচারের সম্মুখীন করতে হবে।’
দেশে যারা বিরোধী দল আছে তাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে ১৪ মাস পরে নির্বাচন, এখন নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে, কাজটা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, তারা এই মেসেজটা দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে আজকে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন। সেটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু দুর্গোৎসব দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে দিতে হবে। এ ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’
‘আশ্বাস দিচ্ছি, বঙ্গবন্ধু কন্যা আপনাদের পাশে আছে এবং থাকবে। আমরা রাজনীতি করব, কিন্তু দুর্গোৎসব নিয়ে কোনো রাজনীতি নেই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে আমরা একসঙ্গে সহযোগিতা করব’— বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সারাবাংলা/এনআর/এনএস