Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে কৃষ্ণা রানী ও কোচ ছোটনকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ১২:৫২

টাঙ্গাইল: সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিজ জেলা টাঙ্গাইলে সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কৃষ্ণা। শনিবার (১ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মাঠে কৃতি এই ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক কৃতি এই নারী ফুটবলারের হাতে ক্রেস্ট তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মইনুল হক লিন্টু উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে কৃষ্ণা রানী সরকার সাফ নারী ফুটবল বিজয়ী ম্যাচে দুই গোল করে নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।

জানা গেছে, কৃষ্ণা রানী টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থায় সংবর্ধনা অনুষ্ঠান প্রবেশের সময় তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে কোচ গোলাম রাব্বানী ছোটন নারী ফুটবলের আজকের এই অবস্থানের পেছনে নানা ঘটনার চিত্র তুলে ধরেন।

সারাবাংলা/ইআ

সংবর্ধনা সাফজয়ী ফুটবলার

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর