নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী ট্রাক ফুটপাতে, নিহত ৪
২ অক্টোবর ২০২২ ১১:৩৭ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৫:০৩
নরসিংদী: জেলার রায়পুরা উপজেলায় সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতের বাজারে উঠে যায়। এতে করে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (সিএনজির যাত্রী)। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী সবজিবাহী ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনা স্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রীসহ তিনজন নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ভৌরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ট্রাকটির চালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।’
সারাবাংলা/এনএস