Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২২ ০৮:৪০ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১৪:১৩

ছবি: আলজাজিরা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ফুটবল মাঠে পদদলিত হয়ে অন্তত ১২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরও ১৮০ জন আহত হয়েছেন। পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ায় আরেমা এফসি’র সমর্থকরা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে করে হতাহতের ঘটনা ঘটে।  খবর আলজাজিরা।

রোববার (২ অক্টোবর) এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা জানান, গতকাল শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পার্সেবায়া সুরাবায়ার কাছে ৩-২ গোলে হেরে যায় আরেমা এফসি। এতে করে আরেমা এফসির সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে হামলা চালায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দাঙ্গা’ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। এতে করে পদদলিত হয়ে এবং শ্বাসরোধের কারণে এ হতাহতের ঘটনা ঘটে।

নিকো আফিন্তা আরও বলেন, ‘নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে স্টেডিয়ামের ভিতরে মারা যান ৩৪ জন এবং বাকিরা হাসপাতালে।’

তিনি আরও বলেন, দর্শকরা বের হওয়ার গেটে কাছে গিয়ে জর হয়েছিল। এতে করে সেখানে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট দেখা দেয়।

এ ঘটনার পর ইন্দোনেশিয়ার জনপ্রিয় ফুটবল লীগ বিআরআই লিগা ১ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পার্সেবায়া সুরাবায়া ও আরেমা এফসি শক্ত প্রতিদ্বন্দ্বী। দুই দশকেরও বেশি সময় পর এই প্রথম পার্সেবায়া সুরাবায়ার কাছে হারল আরেমা এফসি।

এ মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়ার সরকার এবং তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী জয়নুদিন আমালি বলেছেন, ‘এই ঘটনার জন্য দুঃখিত… এটি একটি দুঃখজনক ঘটনা। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সমর্থকদের সঙ্গে এ ধরনের ঘটনা আমাদের আহত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচের আয়োজন এবং সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করব। সমর্থকদের ম্যাচে যোগদান নিষিদ্ধ করব কি না- সে বিষয়ে আলোচনা করব।’

সারাবাংলা/এনএস

আরেমা এফসি ইন্দোনেশিয়া পদদলিত হয়ে নিহত পার্সেবায়া সুরাবায়া