Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার কারণেই মানুষ শান্তিতে ধর্মীয় উৎসব পালন করতে পারছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ২৩:০৩

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে সবধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শ‌নিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট পোদ্দারবা‌ড়ি দুর্গাপূজা পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সব ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাই সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে পালন করছে। দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কোনো পূজামণ্ডপে হামলা ও ভাংচুর হচ্ছে না।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- পানাম গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক অমল পোদ্দার, রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক শীলা রানী পাল প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী ধর্মীয় উৎসব বীর প্রতীক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর