Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত সিনেমা হলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ২১:৪৪ | আপডেট: ১ অক্টোবর ২০২২ ২১:৫২

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে পরিত্যক্ত সিনেমা হলের ভেতর এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকার ক্যাপরি সিনেমা হলের পরিত্যক্ত ভবনে ধর্ষণের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

আটকেরা হলেন কিশোরগঞ্জ জেলার আবুল কালামের ছেলে জোনায়েদ হোসেন (২০) ও নরসিংদী জেলার রায়পুরা থানার আলপবাড়ি গ্রামের কাবিল মিয়ার ছেলে মো. শিপু (২২)।

জোনায়েদ টঙ্গীর গোপালপুর এলাকায় ও মো. শিপু তিস্তা গেট এলাকার বাসিন্দা।

ঘটনার পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসা জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, টঙ্গীর ব্যাংক মাঠ এলাকায় পরিত্যক্ত ক্যাপরী সিনেমা হলের প্রাচীর ভাঙা। সন্ধ্যায় হলের ভেতর বসে মাদকের আসর। আজ দুপুরে জোনায়েদ ও শিপুর সঙ্গে  হলের ভেতর যায় এক কিশোরী। কিছুক্ষণ পর ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা পিটুনি দেন। পরে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘তদন্ত চলছে। গ্রেফতার যুবকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/একে

কিশোরীকে ধর্ষণ টঙ্গী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর