Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞানপার্টির কবলে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন বায়িং হাউজ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ২০:০২

ঢাকা: রাজধানীর উত্তরায় অজ্ঞান পার্টির কবলে পড়ে ইমরান হোসেন (৩৫) নামের এক বায়িং হাউজ কর্মকর্তার প্রায় তিন লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় ইমরানকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

ইমরানের সহকর্মী নাজমুল ইসলাম জানান, তারা এসএস টেক্স নামে একটি বায়িং হাউজে চাকরি করেন। ইমরান চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে তাদের অফিস। সকালে বিমানবন্দর এলাকায় কাজে যান ইমরান। সেখান থেকে দুপুরের দিকে অফিসে ফেরার কথা ছিল।

তিনি জানান, দুপুরে ইমরানের ফোন থেকে সংবাদ পাই যে, তিনি অচেতন অবস্থায় রাজলক্ষ্মী মার্কেটের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। পড়ে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বিভিন্ন গার্মেন্ট থেকে প্রায় তিন লাখ টাকা তুলেছিলেন তিনি। টাকাগুলো একটি ব্যাগে ছিল। পরে বাসে করে রাজলক্ষ্মী মার্কেটে অফিসে আসার কথা ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক কিছু খাইয়ে তার কাছ থাকা টাকার ব্যাগ নিয়ে চলে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ইমরান হোসেন নামে এক বায়িং হাউজ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন। তাকে স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তার সহকর্মীদের দাবি, তার কাছে প্রায় তিন লাখ টাকা ছিল। যা খোয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অজ্ঞান পার্টি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর