Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁকা বাসা থেকে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ১৯:৫২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের একটি বাসা থেকে আয়েশা ইয়াসমিন বানু (৫৬) নামে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকেলের দিকে মৃতদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত নারীর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরদী গ্রামে।

মোহাম্মদপুর থানার উপ-পরির্শক (এসআই) মো. আলতাব হোসেন বলেন, ‘খবর পেয়ে আসাদ এভিনিউয়ের ই ব্লকের ১৩/সি নম্বর বাসার দরজা ভেঙে ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

এসআই আরও বলেন, ‘তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। তার স্বামী অনেক আগেই মারা গেছেন। তার কোনো সন্তান ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

উদ্ধার নারীর মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর