কানে এয়ারফোন গুঁজে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ১৯:০৩ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১০:৩৮
১ অক্টোবর ২০২২ ১৯:০৩ | আপডেট: ২ অক্টোবর ২০২২ ১০:৩৮
ঢাকা: রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাফিন আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র মারা গেছে। সে উত্তরা মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে কসাইবাড়ি রেলগেটে ঘটনাটি ঘটে।
ট্রেনে কাটা পড়ার ফলে ঘটনাস্থলেই রাফিনের মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দরে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর কানে এয়ারফোন ছিল।
রাফিন আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার উত্তর মিয়াবাড়ি গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে দক্ষিণখান গাওয়াইর এলাকায় থাকত।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান রেলওয়ে থানার এসআই কামরুল ইসলাম।
সারাবাংলা/এসএসআর/একে