Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্না ও সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ১৯:০১

ঠাকুরগাঁও: সংসদ সদস্য ও বাংলাদেশ আাওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, স্বপ্না রাণী ও সোহাগীরা ঠাকুরগাঁওয়ের গর্ব এবং দেশের রত্ন, এই রত্ন বের হবে এটা স্বপ্নও ভাবিনি।

শবিবার (১ অক্টেবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় স্বপ্না রাণী ও সোহাগী কিসকুকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

রমেশ চন্দ্র বলেন, ‘শিক্ষার পাশাপাশি খেলা এবং সেই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। প্রত্যেক মা-বাবা যদি ছেলে-মেয়েদের একটু সময় দেন। তারা যদি খেলাধুলা করে তাহলে দুশ্চিন্তা ও খারাপ কাজ থেকে বিরত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনই ভাবিনি যে, ওই তৃণমূল থেকে স্বপ্না রাণী এবং সোহাগীর মতো মেয়ে জাতীয় টিমে খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে আসবে।’

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্না রাণী ও সোহাগীকে ৫০ হাজার টাকা করে এক লাখ, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার ও ঠাকুরগাঁও পৌর সভার পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক প্রদানসহ ক্রেস্ট উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বপ্না রাণী ও সোহাগী কিসকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

সংবর্ধনা অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর