Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৩ | আপডেট: ১ অক্টোবর ২০২২ ১২:৪৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাটোয়ারী সৌদি যুবরাজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলে ও উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম সৌদির প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। খবর: বাসস।

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর