নরসিংদীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত
৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৭
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের উত্তরবাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শহিদ (৪০) মিয়া। সে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের মৃত মান্নান মিয়ার ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত নিহতের বড় ভাই ইদ্রিস মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত শহীদ মিয়ার স্ত্রী, সন্তানকে মারধরের তুচ্ছ ঘটনা নিয়ে ইদ্রিস মিয়ার সঙ্গে তর্কে লিপ্ত হয় শহিদ মিয়া। কথা-কাটাকাটির একপর্যায়ে ইদ্রিস মিয়ার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে শহীদ মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে পথের মধ্যে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, শহীদ মিয়া নামে একজন মারা গেছেন। ঘটনায় অভিযুক্ত তার বড় ভাইকে আটক করা হয়েছে।
সারাবাংলা/একে