চুয়াডাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৯
চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান আলী (৩২) ও হৃদয় (৩০) নামের দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রায়হান ও হৃদয় দামুড়হুদা থেকে মোটরসাইকেলযোগে জয়রামপুর যাওয়ার পথে ছয়ঘরিয়া গ্রামে পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল আরোহী রায়হান ও হৃদয় গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় অপরিচিত মোটরসাইকেল চালকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রায়হান ও হৃদয়কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন রায়হানকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত হৃদয়কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না করায় লাশের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/ইআ