Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৩২

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি কর্নেল রশিদের জামাতা মো. ফুয়াদ জামানকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় ফুয়াদ জামান আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান। এরপর ২৩ আগস্ট মো. নাজমুল হাসান পিয়াস নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় এ আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পেশায় শিক্ষক ফুয়াদ জামানকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

২০২১ সালের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করেন। মামলাটির বিচার চলাকালীন সময়ে আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

সারাবাংলা/এআই/ইআ

কারাদণ্ড বঙ্গবন্ধুর খুনি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর