Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছুরিসহ আটক রাজিব রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৩

ঢাকা: সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে আইনজীবী সমিতি ভবন থেকে ছুরি, সাদা কাপড়সহ আটক পাঁচজনের মধ্যে মো. শহীদুজ্জামান রাজিবকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আরিফুল আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আরিফুল আলম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২৮ সেপ্টেম্বর বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে আসামিকে আটক করা হয়।

জানা গেছে, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সমিতির হল থেকে বের হওয়ার পথে সন্দেহ হওয়ায় এক যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে দু’টি ছুরি ও কিছু পরিমাণ সাদা রঙের কাপড় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে আইনের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। ব্যাগে ছুরি এবং সাদা কাপড় রাখার বিষয়ে সে কোনো সদুত্তর দিতে পারিনি। এমন সময় ওই যুবকের পক্ষ নিয়ে আরও চারজন কথা বলতে শুরু করে। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর এক নারীসহ পাঁচজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

২ দিনের রিমান্ড টপ নিউজ প্রধানমন্ত্রীর জন্মদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর