‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চলছে’
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২
টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি একটি বড় দল, ছোট-বড় সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তন জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশে সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হোক। নিরপেক্ষ নির্বাচন করতে প্রধানমন্ত্রী জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও চেষ্টা করেছি নির্বাচনে সুন্দর পরিস্থিতি রাখার জন্য, আগামীতেও আমরা চেষ্টা করে যাবো।’
বর্ধিত সভা সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান।
সারাবাংলা/এমও