Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:২০

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় মমতাজ হোসেন (৪৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ের পাশে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত মমতাজ হোসেন বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামের মৃত নজির উদ্দিন ছেলে।

পরিবারের বরাত দিয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদশক (এসআই) দেওয়ান জিয়া বলেন, নিহত মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীর ফুলা) ও কিডনি রোগে ভুগছিলেন। আজ সকালে বাড়ির অদূরে একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন তিনি।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই দেওয়ান জিয়া।

সারাবাংলা/এনএস

কুড়িগ্রাম এক্সপ্রেস দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর