টিউবওয়েলের পানি পানে ৫০ শিক্ষার্থী হাসপাতালে
২৯ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩
ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৫০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান জানান, গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিতলপুর উচ্চ বিদ্যালয়ের ৮-১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর থেকে তারা অসুস্থ হয়ে গেছে। পর্যায়ক্রমে প্রায় ৫০ জনের অধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান বলেন, ‘বুধবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ৫০ জনের বেশি ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কামুক্ত রয়েছে।’
তিনি আরও জানান, টিউবওয়েলের ভেতরে ক্ষতিকারক কিছু পড়ে থাকার কারণে বিষক্রিয়া হয়ে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বলেন, ‘টিউবওয়েলের পানি পান করে ছাত্র-ছাত্রীদের অসুস্থতার খবর শুনে তৎক্ষণাৎ বিদ্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, ‘টিউবওয়েলের পানি পান করে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারি। তৎক্ষণাৎ বিদ্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তথ্য বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
সারাবাংলা/এমও