Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার বিকল্প একমাত্র তিনি নিজেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের বিস্ময়, তার বিকল্প একমাত্র তিনি নিজেই। শত প্রতিকূলতা পেরিয়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন তিনি। বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। যারা একাত্তরে হানাদার বাহিনীর লেজুড় ছিল, বাংলাদেশ চায়নি, তারা এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। এদের মোকাবিলা করে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যয় ও বিশ্বাস আছে, আমরা জিততে জানি এবং জিতবোই। আমাদের হারাবার কিছু নেই, জয় করার মতো আছে সমগ্র বিশ্ব।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে এক প্রীতি সমাবেশে আ জ ম নাছির এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় প্রীতি সমাবেশে আরও বক্তব্য দেন- সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, নির্বাহী সদস্য মহব্বত আলী খান। সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম সিটি করপোরেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, ‘পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত চার দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রাখায় তিনি এখন বিশ্বনেতার মর্যাদায় আসীন। শেখ হাসিনার জন্মদিন মানে শুধুমাত্র একজন ব্যক্তির জন্মদিন নয়, আমাদের স্বপ্ন বুননের দিন। তিনি এখন বাংলাদেশের মুখচ্ছবি, তার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের স্বপ্নশিখরে। তিনি আজ বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্তপ্রতীক।’

নগরীর টাইগারপাসে নগর ভবনের সম্মেলন কক্ষে বুধবার সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। শিক্ষিকা রুমেলা বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন- চসিক কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবদুল মান্নান, আবুল হাসনাত মো. বেলাল, মোরশেদ আলী, আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, রাজস্ব কর্মকর্তা শামসুল তাবরিজ, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটি

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের পর বাংলার পরাধীন মানুষের ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান শাসনামলের দীর্ঘ ২৩ বছর তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য নিরবচ্ছিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন। প্রায় ১৩ বছর কারাবরণও ভোগ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি বাঙালিকে উপহার দিয়েছেন স্বাধীনতা, প্রথম স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। তিনি স্বপ্ন দেখেছিলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বিধ্বস্ত বাংলাদেশ হবে সোনার বাংলা। আজ আমরা দেখি, তার সেই স্বপ্ন পূরণ করছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করছেন। এ কারণেই বাংলাদেশ আজ বিশ্বমানচিত্রে গৌরবের আসনে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম ও ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন হয়েছে। এ উপলক্ষে আইআইইউসির উপ-উপাচার্য মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টের সদস্য রশীদ আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার ট্রেজারার মুহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান অনুষদের ডীন আকতার সাঈদ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম।

উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যার পিতা বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ দূরদর্শী নেত্রী। তাকে সম্মান করে আমরা নিজেরাই সম্মানিত বোধ করি। আমাদের প্রধানমন্ত্রী খুবই আল্লাহওয়ালা একজন মানুষ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে আমরা তার পিতার মতোই মানবিক গুণাবলী দেখতে পাই। নেতৃত্বের যোগ্যতায় সমগ্র বিশ্বে আজ তিনি সমাদৃত।’

‘হাসিনা: এ ডটার’স টেল’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রদর্শনীর আয়োজন করে আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানের উদ্যোগে বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের ওপর পিপলু খানের পরিচালনা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রযোজনায় নির্মিত ৭০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হয় বিকের ৩টায় এবং দ্বিতীয় প্রদর্শনী বিকেল ৫টায়। প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের স্মৃতিগাঁথা নিয়ে নির্মিত মর্মস্পর্শী এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী সর্বস্তরের মানুষের জন্য ছিল উন্মুক্ত। প্রদর্শনীতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বসাধারণের উপস্থিতি ছিল।

সাবেক মেয়র এম মনজুর আলম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে এবং হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।’

অনুষ্ঠানে এম মনজুর আলম মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনকে ‘জননেত্রী শেখ হাসিনা মিলনায়তন’ ঘোষণা করেন। এছাড়াও তিনি উত্তর কাট্টলী সাগর পাড়ে শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নির্মাণ করছেন বলে জানান।

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, বীরেন্দ্র লাল দে, তরুণ তপন দত্ত, আওয়ামী লীগ নেতা আজম খান, নারী নেত্রী সবিতা বিশ্বাস, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেজবাহ উদ্দিন তুহিন, অধ্যাপক ফাতেমা জামান।

আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০১০ সালে দলবদল করে বিএনপির মনোনয়নে চসিকের মেয়র নির্বাচিত হয়েছিলেন এম মনজুর আলম। ২০১৫ সালের নির্বাচনে মনোনয়ন পেলেও আওয়ামী লীগের আ জ ম নাছিরের কাছে পরাজিত হন। এরপর বিএনপির রাজনীতিতে ইস্তফা দিয়ে ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় থেকে আবার আওয়ামী লীগে সক্রিয় হন।

চট্টগ্রাম মহানগর যুবলীগ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত নুরুল আজিম রনির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল আজিম রনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস এবং জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধুর পর তিনি কিভাবে বাঙালি জাতির কাণ্ডারি হয়েছিলেন, একদিন সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হবে।’

এ সময় সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে আকতার হোসেন সৌরভ, আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, আরফাত উল করিম, মেহেদী হাসান, কুতুববউদ্দিন, রেজাউল আলম রিপন, আশিকুন্নবী, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, শাহাদাত হোসেন পারভেজ, এম আর এ হৃদয়, ঐশিক পাল জিতু, মিনহাজুল ইসলাম, মুহাম্মদ আরফাত হোসেন, তানভির হোসেন, নিশান চৌধুরী, রবিউল ইসলাম রনি, ওবায়দুল আলম শাকিল, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ফারক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহসীন কলেজ ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল, তৌহিদুল হক কায়ছার, আরিফুল ইসলাম, আরিফুর রহমান, মাইনুর মোহাম্মদ, যুবরাজ দাশ, আবু হানিফা সৌরভ, এরফান সাজ্জাত, রানা শীল, রোকন উদ্দীন, মোহাম্মদ মোস্তাগির, মোহাম্মদ সাকিব, আব্দুল মজিদ সৌরভ, সিফাতুর রহিম ফয়সাল, তানভীর মাহতাব, আবরার বিন হোসাইন, সামিন উদ্দিন, রাফিজ শরীফ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

জন্মদিন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর