Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসম্পন্ন বীজ আখ উৎপাদন বিষয়ে কেরুতে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ২০:১৭

চুয়াডাঙ্গা: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) উদ্যোগ গুণগত মানসম্পন্ন বীজ আখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ত্ব) তাসফিকুর রহমানের সঞ্চালনায় ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) অংশগ্রহণে এ কর্মশালায় রোগমুক্ত ও পরিচ্ছন্ন বীজ আখ উৎপাদন বিষয়ে আলোচনা এবং উক্ত বীজ আখ রোপণ করলে চাষীদের আখের ফলন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো.শামসুর রহমান, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, বিএসআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো. জামাল উদ্দীন, ঈশ্বরদী কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (রোগতত্ত্ব) ওমর খৈয়াম, কেরু চিনিকলের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, উপব্যবস্থাপক (ইক্ষু সংগ্ৰহ ও ঋণ) আবু তালহা প্রমুখ।

কর্মশালায় কেরু চিনিকলের প্রায় ২০০ সিআইসি, সিডিএ এবং সাবজোন প্রধানরা অংশ নেন।

সারাবাংলা/একে

কর্মশালা কেরু বীজ আখ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর