সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান
২৮ সেপ্টেম্বর ২০২২ ১১:০৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫
ঢাকা: সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়োগ দিয়েছেন সেদেশের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় ফরমানে বাদশাহ তার নিজের ক্ষমতা কিছুটা কমিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।
সৌদি রাজতন্ত্রে মন্ত্রিসভার প্রধান এতদিন ছিলেন স্বয়ং বাদশাহ। এবার এই রীতিতে পরিবর্তন এনে যুবরাজকে প্রধানমন্ত্রীর পদে বসালেন বাদশাহ সালমান।
মোহাম্মদ বিন সালমান এতদিন মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার ছোট ভাই খালিদ বিন সালমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অঘোষিত শাসক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৭ সালে তিনি যুবরাজ পদে নিয়োগ পেয়ে সিংহাসনের প্রথম উত্তরাধিকারী হন। এর আগে থেকেই তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে সৌদি আরবে তার ক্ষমতার ভিত্তি আরও মজবুত হলো।
সারাবাংলা/আইই