Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ রুটে শিডিউল বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ১০:৪০

ছবি: সারাবাংলা

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় মধুমিতা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। টঙ্গী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে রাকিবুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটারে মধুমিতা রেলগেট এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে।

এখন শুধু একটি লাইনে ঢাকা থেকে টঙ্গী রেল চলাচল করছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। তবে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন এই রেল কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

টঙ্গী টপ নিউজ ট্রেনের বগি লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর