Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকসই উন্নয়নে নারীর মেধাসম্পদ বৃদ্ধিতে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী


২৬ এপ্রিল ২০১৮ ১৬:৫৭

।। অ্যাসিসস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে নারীর মেধাসম্পদ বৃদ্ধিতে কাজ করতে হবে। নারীর উদ্ভাবন ও সৃজনশীলতার সুরক্ষা দিতে হবে, তার মেধাস্বত্ব নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলয়ানতনে মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত ‘ক্ষমতায়ন পরিবর্তন: উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ড, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) এ সেমিনারের আয়োজন করে।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আরও বলেন, ‘মানুষ আশরাফুল মাখলুকাত, তারা শুরু থেকেই সৃষ্টি করে যাচ্ছে। নারী কৃষি সংযোজন করল। এভাবে বন্য গুহাবাসী মানুষ নারীর মমতা সৃজনশীলতায় শুরু হয় সভ্যতা। পৃথিবীতে আসে কৃষি। তাই উদ্ভাবন ও সৃষ্টিশীলতা নারীর সহজাত। এটা তার প্রতি করুণা না, দান না। এটি তাদের অর্জন।’

তিনি বলেন, ‘বন্যপ্রাণী অনুকরণ করে। মানুষ আবিষ্কার করে। এতে প্রতিযোগিতা হয়, তাই মেধাস্বত্ব আইন যেন নিজের সম্পদ নিজের থাকে। আমরা এই বিষয়ে অসচেতন থাকার কারণে আমরা জামদানির মেধাস্বত্ব হারিয়েছিলাম, পরে আমাদের ঢাকাই জামদানি বলে স্বত্ব নিতে হয়েছে।’

আবিষ্কারের মেধাস্বত্ব নিশ্চিতের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘মাকসুদুল আলমকে দেশে এনে পাটের সকল সুবিধা দিয়ে জেনোম সিকোয়েন্স আবিষ্কার করালাম। সঙ্গে সঙ্গে আমরা এটার মেধাস্বত্ব নিয়েছি। এবার আর এটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সুযোগ দিলে নারীরাও বিশ্বকে দেখিয়ে দিতে পারে, আমরা সেই সুযোগটা নারীকে দিতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বর্তমান জাতীয় সংসদে ২০ জন নারী সাংসদ সরাসরি ভোটে এসেছেন। নারীদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের বিভিন্ন ভাতা ও সহযোগিতা দেশে নারীর ক্ষমতায়নে ভালো ভূমিকা রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অর্ধেক নারী, গার্মেন্টসে ৮০% নারী। নারীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভালো করছে। তাই তাদের প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।’

নারীর জন্য সামাজিক এ নিরাপত্তা বিশ্ব মেধাসম্পদ দিবসকে সমর্থন করে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘পেটেন্ড ডিজাইন অধিদপ্তরের কাজ উদ্ভাবনকে সুরক্ষা দেওয়া। আগে সুরক্ষা দেয়ার মতো আইন আমাদের কাছে ছিল না, জাতীয় শিল্প নীতি-২০১৬ এর পরে নতুন উদ্ভাবন ও বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে।’ মেধাস্বত্ব বাংলাদেশের জন্য জরুরি। সঠিক সময়ে এই বিষয়ে অসচেতনতার কারণে আমরা অন্যদের চেয়ে পিছিয়ে আছি বলেও জানান তিনি।

মেধাসম্পদ উন্নয়ন ও মেধাস্বত্ব সুরক্ষার ওপর জোর দিয়ে শিল্প সচিব বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আমাদের কোটা সুবিধা কমে যাবে। তখন মেধাসম্পদ উন্নয়নের মধ্য দিয়েই উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

সারাবাংলা/এমএ/এমআইএস

কৃষিমন্ত্রী বিশ্ব মেধাসম্পদ দিবস