Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্ত থেকে সোনারবারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৪

বেনাপোল: শার্শা সীমান্তের রুদ্রপুর গ্রামে সারের ব্যাগ থেকে দশ পিস সোনারবারসহ সাকিব হোসেন (১৯) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুদ্রপুরের এক আমবাগান থেকে সোনারবারসহ সাকিবকে আটক করা হয়। জব্দকৃত সোনার ওজন এক কেজি ২৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আটক সাকিব গোগা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, পূজাকে কেন্দ্র করে ভারতে সোনার চাহিদা বেশি থাকায় সীমান্ত দিয়ে সোনার চালান বেশি পাচার হয়। বিএসবির (গোয়েন্দা) খবর পেয়ে রুদ্রপুর গ্রামের আজগরের আমবাগানে অভিযান চালিয়ে সাকিব নামে এক পাচারকারীকে একটি সারের ব্যাগসহ আটক করা হয়। পরে সারের প্যাকেটগুলো তল্লাশি করে ১০ পিস সোনারবার পাওয়া যায়। এ সময় সাকিব স্বীকার করে সারের ব্যাগে লুকিয়ে সোনারবারগুলো ভারতে পাচার করতে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সাকিব জানায়, এই সোনাগুলো রুদ্রপুর গ্রামের সালামের মোড় নামক জায়গা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে তিনি নিয়েছিলেন।

তিনি আরও জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে সোনা চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। গডফাদারসহ পাচারকারীদের আটক করতে সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্রুত সীমান্ত দিয়ে চোরাচালান শুন্যেও কোঠায় নামিয়ে আনা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/ইআ

১০ পিস সোনা আটক ১

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর