Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটনের উন্নয়নে ৬ বলে ৬ ছক্কা মারতে চান প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭

মো. মাহবুব আলী

ঢাকা: দেশের পর্যটনখাতের উন্নয়নের ক্ষেত্রে ৬ বলে ছক্কা মরাতে চান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পর্যটন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ বিষয়ে মাহবুব আলী বলেন, ‘পর্যটনে আমাদের সমস্ত উপকরণ আছে, ইচ্ছে আছে। আমাদের সামনে পর্য়টনে ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটা আছে। ক্রিকেট খেলায় কখনো মেডেনওভার যায়, আবার কখনো ৬ বলে ৬ ছক্কা মারা যায়। তেমনি পর্যটনখাতের উন্নয়নেও ৬ ছক্কা মরাতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আঘাত এসেছে। মূল্যবোধগুলোকে পদাঘাত করা হয়েছে। আজকে সময় এসেছে এগুলো পুনরুদ্ধার করার। আমাদের মূল্যবোধ ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ করে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এটা অনেক শক্তিশালী প্রতিযোগিতা। এক মাসের ব্যবধানে আমরা দ্বিতীয়তে এসেছি।’

‘পর্যটনকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশ বহু দূর এগিয়েছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন জেলা-উপজেলা এর চেয়ে বেশি তথ্য উপাত্ত রয়েছে। অনেকের বক্তব্যই এসেছে এটি সবার সামনে তুলে ধরার জন্য। সামনে আমরা আরও চেষ্টা করব দীর্ঘ সময় পরিকল্পনা করে এই আয়োজন করার। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে পর্যটনের জন্য ডেডিকেটেড করার চেষ্টা করব’- বলেন পর্যটন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এই কার্যক্রম দেশের প্রতিটি শহরে ছড়িয়ে দিতে হবে। দেশে যে সম্পদ আছে, প্রতিভা আছে তা সবাইকে জানাতে হবে। একটা টার্গেট করে পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যথাসম্ভব সেই টার্গেটে পৌঁছাব। এটাই হোক আমাদের আজকের পর্যটন দিবসের প্রতিশ্রুতি।’

বিজ্ঞাপন

আলোচনাসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এনএস

টপ নিউজ বিশ্ব পর্যটন দিবস বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর