ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩১
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩১
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জের বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১২টার দিকে বারোবাজার স্টেশনের ২১ নম্বর ব্রিজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ