সর্বনাশা পদ্মা নদী
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৮
মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের সরদার কান্দি ও শম্ভু হালদার কান্দি গ্রাম। এই দুই গ্রামের কয়েকশ পরিবার পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়েছে। নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করায় তাদের বাড়িঘর ও মূল্যবান সম্পদ হারানোর ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানান, গত ১০ দিনে পদ্মার ভাঙন তীব্র হয়েছে। এতে দুই গ্রামের আবাদি জমি ও অনেক বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ভর্তি বালু ফেলায় ক্ষতিগ্রস্তরা সাময়িক স্বস্তি পেয়েছেন। কিন্তু এই ভাঙনের মুখ থেকে বাঁচতে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সম্প্রতি ভাঙন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।