Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশার আলো দেখছে নন্দীগ্রামের সবজি চাষিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৩

বগুড়া: দেরিতে হলেও ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জেলার নন্দীগ্রামের কৃষকদের মাঝে। ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিয়ে আমন ধানের চাষাবাদ শুরু করে কৃষকরা। বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে আমন ধানের ক্ষেত।

অপরদিকে শরতের এই ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে পরেছিল উপজেলার শাকসবজি চাষিরা। বৃষ্টির কারণে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, টমেটো ও কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে যাবার উপক্রম হয়। পরে আবহাওয়া অনুকূলে আসায় তা সতেজ হয়ে উঠেছে। তাই আশার আলো দেখছে সবজি চাষিরা।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৯ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। আর এ বছর ২০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চাষাবাদ হয়।

উপজেলার দলগাছ গ্রামের কৃষক মুনিরুজ্জামান বলেন, ‘বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না পাওয়ায় আমরা জমিতে পানি সেচ দিয়ে আমন ধানের চাষাবাদ করেছি। এতে আমন ধান চাষে ব্যয় বেড়েছে। তবে গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় এখন আমন ধানের ক্ষেত দেখে আমাদের মন ভরে উঠেছে।’

উপজেলার বাদলাশন গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, ‘বাড়তি লাভের আশায় প্রতি বছর আগাম জাতের শাকসবজি চাষ করে থাকি। এবারও আড়াই বিঘা জমিতে ফুলকপি ও চার বিঘা জমিতে কাঁচা মরিচের চাষ করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, ‘বৃষ্টির কারণে আমন ধান অনেক ভালো হবে। কৃষি অফিস হতে শাকসবজি চাষিদের জমি থেকে বৃষ্টির পানি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ প্রদান করা হয়। যে কারণে শাকসবজির ক্ষেত সতেজ হয়ে উঠেছে।’

সারাবাংলা/ইআ

নন্দীগ্রাম সবজি চাষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর