Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৭

নোয়াখালী: জেলার সুবর্ণচরে বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সবিতা চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বেলা পৌনে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে একটি গরুসহ তার মৃত্যু হয়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন ঘটনার বিষয়ে শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

গৃহবধূর মৃত্যু বজ্রপাতে