Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শিশু বলাৎকারের মামলায় এক জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬

বান্দরবান: বান্দরবানে ৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি শরিফুল ইসলাম তিন বছর বয়সী এক ছেলে শিশুকে গলাচেপে ধরে বলাৎকার করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়।

শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আসামি শরিফুল ইসলামতে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরে আদালত ১১ জনের সাক্ষ্য শেষে বলৎকারের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামি শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বলাৎকার বান্দরবান যাবজ্জীবন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর