Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরণ অনশনের ঘোষণা ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃতদের

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪২

ঢাকা: ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা এবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্দেশে ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের দিকে রওয়ানা দিয়েছেন তারা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বহিষ্কৃতরা। সংবাদ সম্মেলন শেষে তারা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

মধ্যরাতে স্থগিত ইডেন ছাত্রলীগের কমিটি, বহিষ্কার ১৬ জন

এর আগে, গতকাল মধ্যরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যকলাপ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা ওই বিজ্ঞপ্তিতে ১৬ নেত্রীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন— কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা ও সূচনা আক্তার।

সারাবাংলা/আরআইআর/এমও

আমরণ অনশন ইডেন কলেজ ছাত্রলীগ ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর