হাজারিবাগে কুরিয়ার সার্ভিসে বিস্ফোরণে এক জনের মৃত্যু, দগ্ধ ৩
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৭
ঢাকা: রাজধানীর হাজারিবাগে শাজাহান সরদার রোড এলাকায় মেট্রো এক্সপ্রেস নাম একটি কুরিয়ার সার্ভিসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানান। এই ঘটনায় আরও তিন জন দগ্ধ হয়েছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হাজারিবাগ বেরিবাঁধসংলগ্ন শাজাহান সরদার রোড এলাকায় মেট্রো এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিস অফিসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।
এছাড়া এই ঘটনায় আরও তিন জন দগ্ধ হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। দগ্ধরা হলেন- আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)। তারা তিনজনই শ্রমিক হিসেবে সেখানে কাজ করতেন।
হাজারিবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই কুরিয়ার সার্ভিসের কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটা কতটা সত্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের নাম ইলিয়াস বলে জানতে পেরেছি। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ শিকদার জানান, ‘মেট্রো এক্সপ্রেসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। হতে পারে কেমিক্যালের ড্রাম। এতে একজন মারা গেছে, কয়েকজন আহত আছেন। তবে এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি।’
সারাবাংলা/এসএসআর/এমও