Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আজ থেকে ইডেন কলেজ কলঙ্কমুক্ত’

ঢাবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯

ঢাকা: হামলার ঘটনার পর পুলিশি পাহারায় ইডেন কলেজ ক্যাম্পাস থেকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে সরিয়ে নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধীপক্ষের নেত্রীরা। তারা বলছেন—ইডেন কলেজ আজ থেকে কলঙ্কমুক্ত!

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের তিন নম্বর গেইট দিয়ে বের করে নেয় পুলিশ। এর আগে, সন্ধ্যায় হওয়া হামলার পর পুলিশ প্রটোকলে সভাপতি তামান্না জেসমিন রিভাকেও কলেজ থেকে বের করে আনে পুলিশ। এ সময় কলেজ ক্যাম্পাসে উল্লাস প্রকাশ করে স্লোগান দিতে দেখা যায় বিরোধীপক্ষের ছাত্রলীগ নেত্রীদের।

বিজ্ঞাপন

এদিকে সাধারণ সম্পাদক রিভাকে পুলিশ পাহারায় ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার পর কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জেবুন্নাহার শীলা বলেন, ‘আজ থেকে ইডেন কলেজ কলঙ্কমুক্ত। ছাত্র নির্যাতনকারী ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের ক্যাম্পাস ছাড়া হওয়াতে আমরা হাফ ছেড়ে বেঁচেছি। কারণ এরকম চাঁদাবাজ প্রেসিডেন্ট-সেক্রেটারিকে আমরা কখনও চাই না।’

কলেজ ছাত্রলীগের অন্য এক সহ-সভাপতি সুষ্মিতা বাড়ৈই বলেন, ‘আজকের দুপুর আমাদের সংবাদ সম্মেলনে যে আট দাবি ছিল সেগুলোর ব্যাপারে রিভা এবং রাজিয়াকে জবাব দিতে হবে। তারপর আমরা বিচার বিশ্লেষণ করে বলতে পারব তাদেরকে আমরা ক্যাম্পাসে আনব কি আনব না? এই ইডেন কলেজ রিভা-রাজিয়ার ঘাঁটি না। এটি শেখ হাসিনার ঘাঁটি। এখানে রিভা-রাজিয়ার স্থান হবে না।’

সারাবাংলা/আরআইআর/একে

ইডেন কলেজ ছাত্রলীগ টপ নিউজ মারামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর