Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:০৭

জয়পুরহাট: জেলার কালাইয়ে মোটরসাইকেলের ত্রীমুখী সংঘর্ষে আতিকুর রহমান সাকিব (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান সাকিব কালাই উপজেলার মোহাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন- তালোড়াবাইগুনি গ্রামের আয়নুল হকের ছেলে ইমন হোসেন (২০) এবং জয়পুরহাট সদর উপজেলার গোড়না গ্রামের জামাল মন্ডলের ছেলে আব্দুল বারিক (৪৭)।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে আতিকুর রহমান ও ইমন হোসেন জয়পুরহাট শহর থেকে পৃথক দুটি মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার বালাইট মোড়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত দুইজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সারাবাংলা/ইআ

ত্রিমুখী সংঘর্ষ মোটরসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর