Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ চেয়ারম্যান নির্বাচিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯

ঢাকা : জেলা পরিষদ নির্বাচনে সারাদেশে ২৭ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নতুন করে আরও ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে ৬১টি জেলার মধ্যে ২৭ জেলায় ২৭ জন একক চেয়ারম্যান প্রার্থী থাকায় তারা নির্বাচিত হতে চলেছেন।

এছাড়া সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১১৪ জন প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। ফলে এখন কেবল অনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৫ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য থেকে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, সারাদেশে ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৬২ জন প্রার্থী। এর মধ্যে ১৪২ জন প্রার্থী বৈধতা পেয়েছিলেন। প্রার্থীতা যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে ৩৪ জেলায় ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ২৭ জেলায় একক প্রার্থী থাকায় ২৭ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যকে সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এদের মধ্যে বৈধতা পেয়েছিলেন ১ হাজার ৭৪২ জন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ চুড়ান্তভাবে প্রতিদ্বদ্বিতা করছেন এক হাজার ৫০৫ জন। অন্যদিকে ৬৮ জন প্রার্থী এই পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭১৫ জন। মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে বৈধতা পেয়েছেন ৬৭৩ জন। রোববার প্রার্থীতা প্রত্যাহারের পর চুড়ান্তভাবে সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন। আর বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১৯ জন নারী সদস্য।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘বিদ্রোহী যারা আসছে তারা একই দলের। দীর্ঘদিন ধরে জেলা পরিষদ নির্বাচনে নেই। তারপর প্রশাসকই আসল, এই অবস্থায় তো চলা যায় না। প্রশাসক আর নির্বাচিত প্রতিনিধির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মন্ত্রণালয় থেকে বলার পর আমরা নির্বাচন দিলাম। আমাদের কাজ নির্বাচনটা করা। তাই দলীয়ভাবে হচ্ছে না কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। একজন দাঁড়াচ্ছে, আরেকজন দাঁড়াচ্ছেন না। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা বেআইনি নয়। আবার নির্বাচন কেউ অংশ নিতে পারবে না, এমন অবস্থার তৈরি হয়েছে, তা তো নয়। আমরা চাচ্ছি সবাই নির্বাচনে আসুক। কিন্তু কেউ যদি না আসে, কেমন করে তাদের আমরা আনবো।’

জানা গেছে, এবার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী রয়েছে এমন জেলাগুলো হলো- কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জামালপুর, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, নওগাঁ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষেদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, পাবনা, পিরোজপুর, ফেনী, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে সংক্ষুব্ধরা আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এ প্রক্রিয়া শেষে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।

উল্লেখ্য গত ২৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে, বাংলাদেশের ৬৪টি জেলা পরিষদের (পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ বাদে) ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১৮ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে। জেলা প্রশাসক নিজ জেলায় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি, জেলা পরিষদ নির্বাচনের ভোটার।

সারাবাংলা/জিএস/ইআ

উপজেলা পরিষদ নির্বাচন টপ নিউজ বিনা প্রতিদ্বন্দ্বিতা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর