ফের ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে ইভ্যালি
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৭
ঢাকা: ফের ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। রোববার (২৫ সেপ্টেম্বর) ইভ্যালি তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে ব্যবসায়িক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে শিগগিরই তারা আসছে।
ই-ভ্যালির ভেরিফাইড ফেসবুক পেইজে ওয়ান প্লাস মোবাইলের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’
জানতে চাইলে ই-ভ্যালির সঙ্গে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘যেহেতু ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে ঘোষণা এসেছে, তাহলে বুঝতে হবে ই-ভ্যালি ফের ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেছে।’
জানতে চাইলে ইভ্যালির অন্তবর্তীকালীন বোর্ডের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির মিলন সারাবাংলাকে বলেন, ‘তারা এখন ব্যবসা করার ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। তারা ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে। সম্পূর্ণ হাইকোর্টের তত্ত্বাবধানে ইভ্যালি পরিচালিত হবে। এখন বোর্ডে বাইরে থেকে দু’জন সদস্য থাকবেন। প্রতিষ্ঠানটির সব কিছুই এখন স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম